ইরনা, বিবিসি : ইরানের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকালের ওই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে ইসরায়েলি হাসপাতাল তাদের হামলার লক্ষ্য ছিল না বলে দাবি করছে তেহরান। দেশটির সরকার পরিচালিত সংবাদমাধ্যমে বলা হয়, ইসরায়েলের বীরসেবাতে অবস্থিত সামরিক ঘাঁটি ছিল তেহরানের মূল লক্ষ্য। হাসপাতালের কাছাকাছি গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে ইসরায়েলি সেনাবাহিনীর এক গোয়েন্দা শিবির রয়েছে। এছাড়া, কাছাকাছি আইডিএফ এর একটি কার্যালয় রয়েছে। সামরিক অবকাঠামোগুলো ছিল হামলার প্রধান লক্ষ্য। বিস্ফোরণের আঘাতে হাসপাতাল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে কেবল।

গ্যাভ-ইয়াম নেগেভ টেকনোলজি পার্কের ওয়েবসাইট যাচাই করে বিবিসি জানিয়েছে, এটি উল্লিখিত আইডিএফ কার্যালয় এবং বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত। এদিকে, ইসরায়েলি হামলায় ইরানের নাতানজ পারমাণবিক ক্ষেত্রের রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।