জেরুজসালেম পোস্টে,সানা আনাদোলু ,এজেন্সি,চায়না ডেইলি, রয়টার্স : সিরিয়ার অন্তর্র্বতী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গতকাল বৃহস্পতিবার বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হুমকির মুখে থাকা দ্রুজ জনগোষ্ঠীর সুরক্ষা প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে তিনি যুদ্ধের ভয় না পেয়ে জনগণের স্বার্থে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন। দামেস্কে ইসরায়েলি বিমান হামলার পর প্রথম টেলিভিশনে দেওয়া ভাষণে শারা বলেছেন, আমরা যুদ্ধকে ভয় পাই না। বরং বারবার নিজেদের আত্মমর্যাদা রক্ষায় লড়েছি। তবে দেশের স্বার্থে আমরা বিশৃঙ্খলা ও ধ্বংস এড়িয়ে চলতে চাই। দ্রুজ সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের কেউ যেন বাইরের শক্তির ফাঁদে পা না দেন। আমরা আপনাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
গত বুধবার দামেস্কে ইসরাইলি বিমান হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ধ্বংস হয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকায় হামলা হয়। সিরিয়ার সামরিক সদর দফতরের প্রবেশপথেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল বলছে, সিরিয়ার সরকারদলীয় বাহিনী দক্ষিণে দ্রুজ জনগণের ওপর হামলায় জড়িত এবং তারা তা মেনে নেবে না। এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও দ্রুজ জনগোষ্ঠীর পক্ষ থেকে সিরিয়ার দ্রুজদের সহায়তার আহ্বান জানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ এয়াল জামির বলেছেন, আমরা দক্ষিণ সিরিয়াকে সন্ত্রাসের ঘাঁটি হতে দেব না। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে বিষয়টি নিয়ে। ইসরায়েলের জাতিসংঘ দূত দানি দানোন বলেন, সিরিয়ায় নিরীহ মানুষের ওপর বর্বর হামলা অবিলম্বে নিন্দা করা উচিত। সিরিয়ায় ইসরায়েলি হামলা এমন সময়ে ঘটলো যখন শারার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং ইসরায়েলের সঙ্গেও নিরাপত্তা বিষয়ে কিছু যোগাযোগ শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন,সিরিয়ার সব পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আজ রাতের মধ্যেই লড়াই বন্ধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন হবে। সিরিয়ার ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা ইসরাইলের : সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরাইল। গত সোমবার থেকে গত বুধবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সুয়েইদা ও এর আশেপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত ১৬০টি আঘাত হেনেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। এছাড়া আইডিএফ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে এবং দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশেও বোমাবর্ষণ করেছে। এই হামলায় কয়েক ডজন বা তারও বেশি সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। আইডিএফ সূত্র জানিয়েছে, তারা সিরিয়ার বাহিনীকে সোয়েইদা থেকে সরাতে এবং সিরীয় দ্রুজদের জন্য স্বায়ত্তশাসন নিশ্চিত করতে অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে। এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং প্রেসিডেন্ট প্রাসাদ কাসর আল-শাবে হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) বুধবারই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলাকে ‘সতর্কতামূলক হামলা’ বলে অভিহিত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দামেস্কে ইসরাইলি হামলার মুহূর্তগুলো দেখানো হয়েছে, যেখানে এলাকা থেকে ধোঁয়া উড়ছে।