ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত
ইরানের লোরেস্তান প্রদেশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার উদ্ধার অভিযান পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ওই প্রদেশের রেড ক্রিসেন্টের মহাপরিচালক আলী মোহাম্মদী এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে ইরানের জাতীয় টিভির সঙ্গে কথা বলার সময় আলী মোহাম্মদী বলেন, “হেলিকপ্টারটি কেরমানশাহ প্রদেশের ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির। গত শুক্রবার দুপুরে লোরেস্তান প্রদেশের আজনা কাউন্টির একটি পাহাড়ি এলাকায় সাহায্য চেয়েছিলেন একজন পর্বতারোহী।” মোহাম্মদী বলেন, “মূলত একজন হারিয়ে যাওয়া নারীকে উদ্ধার করতেই অভিযান চালায় হেলিকপ্টারটি। পরে ওই এলাকায় অবতরণের চেষ্টা করার সময় সেটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হন এবং উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য আহত হন।” স্থানীয় একজন কর্মকর্তা মেহরকে জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনের একটি উদ্ধারকারী দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। হেলিকপ্টারটিতে চারজন ক্রু সদস্য এবং উদ্ধারকারী দলের পাঁচজন সদস্য ছিলেন। মেহের নিউজ
দুই রাজ্যে ১১ শিশুর মৃত্যু
তামিলনাড়ুতে নিষিদ্ধ হল কাশির সিরাপ কোল্ডরিফ কোল্ডরিফ- কাশির সিরাপের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের তামিলনাড়ু সরকার। একইসঙ্গে বাজার থেকে এই সিরাপ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থান প্রদেশে ১১ শিশুর মৃত্যুর সঙ্গে এই কাশির সিরাপের যোগসূত্র থাকায় এই পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু সরকার।
খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন দফতরের এক কর্মকর্তা জানান, ১ অক্টোবর থেকে তামিলনাড়ুতে এই কাশির সিরাপ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তিনি জানান, গত দুই দিনে তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার সুঙ্গুভারচাত্রামে অবস্থিত ওষুধ প্রস্তুতকারক সংস্থাটির উৎপাদন কেন্দ্রে পরিদর্শন চালানো হয়েছে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ওই কাশির সিরাপে ‘ডাইথাইলিন গ্লাইকল’ নামক রাসায়নিকের উপস্থিতি আছে কি না, তা যাচাই করতে সংগৃহীত নমুনাগুলো সরকারি পরীক্ষাগারে পাঠানো হবে। কোম্পানিটি রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে এই ওষুধ সরবরাহ করে থাকে বলেও জানান তিনি।
শিশুমৃত্যুর ঘটনায় শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরামর্শ জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, দুই বছরের কম বয়সি শিশুদের কাশি ও সর্দি সারানোর ওষুধ প্রেসক্রাইব করা যাবে না। মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ ওঠার পর স্বাস্থ্যসেবার মহাপরিচালকের দফতর থেকে এই পরামর্শ জারি করা হয়েছে। খাদ্য নিরাপত্তা দফতরের এক কর্মকর্তা জানান, ১ অক্টোবর থেকে সিরাপটির বিক্রি বন্ধ রাখতে এবং বাজারে মজুত থাকা স্টক জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উৎপাদন কেন্দ্র থেকে সংগৃহীত নমুনাগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে পরীক্ষার জন্য পাঠানো হবে। ওষুধ প্রশাসন দফতরের তথ্যানুযায়ী, পরীক্ষাগার থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত কোম্পানিকে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এনডিটিভি
ফের বন্ধ মিউনিখ বিমানবন্দর
ফের জার্মানির মিউনিখ বিমানবন্দরের উভয় রানওয়ে আবারও ড্রোন দেখা গেছে। এ ঘটনার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি। যার ফলে কয়েক ডজন ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয় বা বাতিল করা হয়। ফলে প্রায় ৬ হাজার ৫০০ যাত্রী আটকা পড়েন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার রাত ১০টার পরও বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ হয়েছিল। এর ফলে ১৭টি ফ্লাইট বাতিল হয় এবং প্রায় ৩ হাজার যাত্রী প্রভাবিত হন। গতকাল শনিবার ভোরে বিমানবন্দর জানিয়েছে, ড্রোন দেখার কারণে ভোর ৫টায় তাদের নির্ধারিত সময় বিলম্বিত হয়েছে। যাত্রীদের তাদের বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দরের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘অজানা ড্রোন দেখার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জার্মান বিমান পরিবহন নিয়ন্ত্রণ মিউনিখ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা সীমিত করেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে।’ পরবর্তী আপডেটে বিমানবন্দর জানিয়েছে, ২৩টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মিউনিখের উদ্দেশে ১২টি ফ্লাইট এবং ৪৮টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ‘আগের রাতের মতোই বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলো যাত্রীদের জন্য ক্যাম্প বিছানা, কম্বল, পানীয় এবং খাবার বিতরণ করা হয়েছে।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপীয় বিমান চলাচল বারবার বিশৃঙ্খলার মধ্যে পড়েছে, যার জন্য কিছু কর্তৃপক্ষ রাশিয়াকে দায়ী করেছে। তবে ক্রেমলিন এ কথা অস্বীকার করেছে। ইউরোপজুড়ে একই ধরনের বিমান চলাচলে বিঘ্নের এটি সর্বশেষ ঘটনা। ডেনমার্ক ও নরওয়ের বিভিন্ন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় সাম্প্রতিক সপ্তাহে দশ হাজারেরও বেশি যাত্রী প্রভাবিত হয়েছেন। আরব নিউজ।