এশিয়া
ইসরাইলকে হুথির নতুন হুঁশিয়ারি
য়েমেনে হুথি বিদ্রোহীর শীর্ষ নেতা সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ গাজায় ইসরাইল পুনরায় আক্রমণ শুরু করলে ইয়েমেনি
১ মার্চ, প্রেস টিভি : ইয়েমেনে হুথি বিদ্রোহীর শীর্ষ নেতা সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ গাজায় ইসরাইল পুনরায় আক্রমণ শুরু করলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সামরিক ফ্রন্টে হস্তক্ষেপ করবে। আব্দুল-মালিক আল-হুথি বিশেষভাবে উল্লেখ করেছেন, ইসরাইলের অন্যতম জনবহুল শহর এবং একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব এই প্রতিশোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্য হবে। ইয়েমেনির রাজধানী সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে হুথি বলেন, যদি গাজায় যুদ্ধ আবার শুরু হয়, তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ইসরাইয়েল-অধিকৃত সমগ্র অঞ্চলকে আক্রমণ করবে।