এনডিটিভি : ইউক্রেনে যুদ্ধ চলাকালীন ভারত ও চীনসহ যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল কেনে, তাদের অর্থনীতি ‘গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। গ্রাহাম জানান, ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল-সম্পর্কিত আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা করছে। এর ফলে ভ্লাদিমির পুতিনের ইউক্রেনবিরোধী যুদ্ধে অর্থায়ন বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, চীন, ভারত ও ব্রাজিল- তোমরা যদি সস্তা রাশিয়ান তেল কিনে এই যুদ্ধকে চলতে দাও, আমরা তোমাদের অর্থনীতি গুঁড়িয়ে দেব। তোমরা রক্ষা পাবে না। গ্রাহামের দাবি, এই তিন দেশ রাশিয়ার ৮০ শতাংশ অপরিশোধিত তেল কেনে। এর ফলে পুতিনের ‘যুদ্ধযন্ত্র’ চালু রাখা হচ্ছে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি ট্রাম্পকে অবমূল্যায়ন করেছেন। বড় ভুল করেছেন। এবার আপনার অর্থনীতি আরও ধ্বংস হবে। গ্রাহাম আরও অভিযোগ করেন, পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়নের ভূখ- পুনর্দখলের চেষ্টা করছেন এবং ১৯৯০-এর দশকে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ওই সময় ইউক্রেন ১৭০০ পারমাণবিক অস্ত্র ত্যাগ করে। এই কড়া মন্তব্য আসে এমন এক সময়ে যখন ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ। ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে নতুন অস্ত্র সহায়তা ঘোষণা করেন এবং রাশিয়ার তেল আমদানিকারীদের ওপর ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে ১০০ শতাংশ ‘দ্বিতীয় শুল্ক’ আরোপের হুমকি দেন। এ প্রসঙ্গে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে ব্রাজিল, ভারত ও চীনকে সতর্ক করে বলেন, পুতিনকে ফোন করুন, না হলে এই শাস্তি আপনাদের ওপর ভয়াবহভাবে নেমে আসবে। ভারত ন্যাটোর এই হুঁশিয়ারি নিয়ে সমালোচনা করে জানায়, আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা অগ্রাধিকারে। বাজারের প্রাপ্যতা ও বৈশ্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিই। দ্বিচারিতা আমরা বরদাশত করব না।
এশিয়া
রাশিয়া ইস্যুতে মার্কিন সিনেটরের হুঁশিয়ারি
ভারত-চীনের অর্থনীতি গুঁড়িয়ে দেব
ইউক্রেনে যুদ্ধ চলাকালীন ভারত ও চীনসহ যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল কেনে, তাদের অর্থনীতি ‘গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম।
Printed Edition
