২২ মার্চ, প্রেস টিভি, সিএনএন মেহের নিউজ: সিরিয়ায় সক্রিয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি ৭২ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে একটি যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন এইচটিএস-এর সাধারণ নিরাপত্তা ও সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে তারতুস ও লাতাকিয়া প্রদেশে নিহত হয়েছে। শনিবার প্রেস টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাকি হত্যাকাণ্ডগুলো আলেপ্পো, দারা, দেইর আল-জোর, দামেস্ক ও হোমস প্রদেশে ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি। আসাদ সরকারের পতনের পরই মূলত সিরিয়ায় এ ধরনের সহিংসতার বৃদ্ধি ঘটেছে। ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিদেশি সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী এইচটিএস মাত্র দুই সপ্তাহের তীব্র আক্রমণের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার পতনের ঘোষণা দেয়। এরপর এইচটিএস নেতা আহমদ আল শারার নেতৃত্বে সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।