রয়টার্স : যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান ও ক্যামেরুনিয়ানদের সুরক্ষা সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র গত শুক্রবার এ কথা বলেছেন। অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর মার্কিন নীতিমালার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে সাময়িক সুরক্ষা মর্যাদা (টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস) সুবিধা হারাবেন ১৪ হাজার ৬০০ আফগান। সামনের মাসে তাদের সুবিধা বাতিল করা হবে। আর সাত হাজার ৯০০ ক্যামেরুনিয়ান অভিবাসীর মর্যাদা বাতিল হবে জুন মাসে।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের রেকর্ড সংখ্যায় বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই কথা রাখতেই তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে অভিবাসীদের সাময়িক আইনি সুরক্ষার সুযোগ সংকুচিত করেছেন। ফলে বিতাড়নের ঝুঁকিতে পড়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।