এএফপি, রয়টার্স

যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রথমবারের মতো আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভূখণ্ড নিয়ে স্পর্শকাতর এই বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দোনবাস পুরোপুরি ছেড়ে দেওয়া রাশিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। ব্রিটিশ বার্তা সংস্থা রাশিয়ার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মস্কো তথাকথিত “অ্যাঙ্কোরেজ ফর্মুলা” বিবেচনা করছে। যার আওতায় দোনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে বর্তমান যুদ্ধরেখা স্থায়ী হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় আলোচনায় ভূখ- বিরোধই ছিল প্রধান বিষয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়াকে এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত হতে হবে, যে যুদ্ধ তারা নিজেরাই শুরু করেছে। তিনি আরও জানিয়েছেন, আলোচক দলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে শুক্রবারের বৈঠক থেকে তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত আসেনি। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব এবং প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ বলেছেন, আলোচনায় যুদ্ধ অবসানের শর্ত ও ভবিষ্যৎ আলোচনার কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় ৫ বিলিয়ন ডলারের রুশ সম্পদের একটি বড় অংশ দখলকৃত ইউক্রেনীয় এলাকায় পুনর্গঠনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ রাশিয়াকেই দিতে হবে। এই প্রস্তাবকে জেলেনস্কি অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন।