রয়টার্স

ইউক্রেন নিয়ে শান্তি প্রক্রিয়ায় ইউরোপ ও কিয়েভ যুক্ত না হলে রাশিয়া আরও ভূখণ্ড শক্তি প্রয়োগ করে দখল করবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৭ ডিসেম্বর) তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় অংশ না নিলে রাশিয়া সামরিক বা কূটনৈতিক যে পথেই হোক নিজের লক্ষ্য পূরণ করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যেমন আলোচনা চালিয়েছে, তেমনি আলাদাভাবে কিয়েভ ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে কথা হয়েছে। তবে কোনও সমঝোতায় পৌঁছানো যায়নি। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনীয় ভূখ- ছাড়ের দাবিতে উদ্বিগ্ন এবং কিয়েভ আরও শক্ত নিরাপত্তা নিশ্চয়তা চাইছে।

বার্ষিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে পুতিন বলেন, ২০২২ সালে ইউক্রেনে ব্যাপক সেনা পাঠানোর পর থেকে রাশিয়া সব ফ্রন্টে অগ্রসর হচ্ছে।