জেনারেল স্টাফ

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার প্রায় ১২ লাখ ১ হাজার ২৩০ জন সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে গত একদিনেই রুশ বাহিনীর অন্তত ৮৬০ জন সেনা হতাহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার অব্যাহত রয়েছে। এর মধ্যে বেশিরভাগ যুদ্ধ পূর্ব দোনেৎস্ক এবং উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের বিধ্বস্ত শহরগুলিতে কেন্দ্রীভূত হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বরাত দিয়ে কিয়েভ ইনডিপেনডেন্ট জানায়, মানব ক্ষতির পাশাপাশি সামরিক সরঞ্জামেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া ১১ হাজার ৪৫৬টি ট্যাংক, ২৩ হাজার ৮০১টি সাঁজোয়া যুদ্ধযান, ৭১ হাজার ২৭৪টি যানবাহন ও জ্বালানি ট্যাংক, এবং ৩৫ হাজার ৪৩৫টি আর্টিলারি সিস্টেম হারিয়েছে। এছাড়া ধ্বংস হয়েছে ১ হাজার ৫৭৯টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ১ হাজার ২৬৩টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ৪৩৪টি বিমান ও ৩৪৭টি হেলিকপ্টার। প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনীয় বাহিনীর অভিযানে রাশিয়া হারিয়েছে ৯৪ হাজার ৭৯৭টি ড্রোন, ৪ হাজার ১০৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ২৮টি জাহাজ ও নৌযান এবং দুটি সাবমেরিন। এই পরিস্থিতির মধ্যেই ২৪ ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে প্রস্তাবিত একটি খসড়া শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন, যার লক্ষ্য রাশিয়ার সঙ্গে চলমান পূর্ণমাত্রার যুদ্ধের অবসান ঘটানো। তবে ২০ দফার ওই প্রস্তাবের দুটি গুরুত্বপূর্ণ ধারা (১২ ও ১৪) নিয়ে এখনো সমাধান আসেনি। এই দুই ধারায় ইউক্রেন যেসব বিষয়কে অস্তিত্বগত বলে মনে করছে, সেগুলোর মধ্যে রয়েছে দখলকৃত ভূখ-ের ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ। এসব ইস্যুতেই মূলত আলোচনা অচলাবস্থায় রয়েছে।