রয়টার্স, বিবিসি

রাশিয়ার রাজধানী মস্কোতে এক বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।তদন্ত কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিটে একটি পুলিশ ভ্যানের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তা। তারা ওই ব্যক্তিকে আটক করার উদ্দেশ্যে কাছে গেলে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। এতে গুরুতর আহত হয়ে দুই পুলিশ কর্মকর্তা এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা আরও এক ব্যক্তি প্রাণ হারান।বিস্ফোরণের এই ঘটনাটি এমন এক স্থানে ঘটেছে, যেখানে সোমবার গাড়ি বোমা হামলায় রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছিলেন। ওই দিন গাড়ির নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন।