আনাদোলু, ইয়নহ্যা: দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্টলেডি কিম কুন হির আটকাদেশ আরও ১০ দিন বাড়িয়ে এ মাসের শেষ পর্যন্ত করা হয়েছে। দেশটির বিশেষ কৌঁসুলি মিন জুং-কির দলের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা জানিয়েছে, সিউলের আদালত তার আটকাদেশ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, সাবেক ফার্স্টলেডি কিম কুন হি-কে গত সপ্তাহে গ্রেফতার করা হয়। তার প্রথম আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ।দক্ষিণ কোরিয়ার আইনে প্রসিকিউটরদের অবশ্যই এই বর্ধিত আটক সময়ের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে হবে। কারণ এর বাইরে আর কোনো বর্ধিত সময় অনুমোদিত নয়। প্রতিবেদন অনুযায়ী, সিউলের বিশেষ কৌঁসুলিদের দল গত বৃহস্পতিবার কিমকে তৃতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম কুন হির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে নির্বাচন প্রভাবিত করা, ঘুষ নেওয়া এবং তার স্বামী ইউন সুক ইওলের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করা। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সাবেক প্রেসিডেন্টর জেল হওয়ার ঘটনা রয়েছে। তবে, কোনো সাবেক প্রেসিডেন্ট দম্পতির কারাগারে থাকার ঘটনা এটাই প্রথম। গত বছরের ৩ ডিসেম্বর সামরিক শাসন ঘোষণা বাতিলের ভোট আটকাতে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে সশস্ত্র সেনা পাঠান ইওল, যা দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। এরপর জানুয়ারিতে তাকে আটক করা হয়। পরে ক্ষমতাচ্যুত হন তিনি।
দক্ষিণ এশিয়া
সাবেক ফার্স্টলেডির আটকাদেশ বাড়ল আরও ১০ দিন
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্টলেডি কিম কুন হির আটকাদেশ আরও ১০ দিন বাড়িয়ে এ মাসের শেষ