মেহের নিউজ : মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলালি বলেছেন, ইরান কখনোই রাশিয়ার কাছে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চায়নি। গত শুক্রবার ইরানের স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কাজেম জলালি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ‘চাপিয়ে দেওয়া’ ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গে বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা দেখেছি রাশিয়া ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে দৃঢ় ও শক্ত অবস্থান নিয়েছে। দেশটি তিনটি বিবৃতি দিয়েছে এবং নিরাপত্তা পরিষদেও নির্দিষ্ট অবস্থান নিয়েছে।’

‘যুদ্ধের প্রথম দিনেই প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ফোনালাপের অনুরোধ জানানো হয় এবং দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের মধ্যে ফোনালাপ হয়।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হওয়ার একদিন পর আরাগচি মস্কোয় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। মি. আলি লারিজানি এবং প্রতিরক্ষামন্ত্রীও মস্কো সফর করেন।’ জলালি বলেন, ‘এই ১২ দিনের যুদ্ধে আমাদের জনগণ স্পষ্ট দেখেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমারা কীভাবে ইরানি জাতির বিরুদ্ধে সরকার পতনের উদ্দেশ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধ চালিয়েছে।’ রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনার প্রসঙ্গ টেনে ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘কেউ যেন প্রমাণ দেখায় যে ইসলামি প্রজাতন্ত্র ইরান রাশিয়ার কাছে এস-৪০০ কেনার অনুরোধ জানিয়েছে।’ইরানি এ রাষ্ট্রদূত আরও বলেন, ইউরোপীয় রাষ্ট্রগুলোর ইরানের বিরুদ্ধে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করার প্রচেষ্টাকে রাশিয়া অবৈধ ঘোষণা করেছে।