বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
সম্পতি বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। এদিন সকালে স্বর্ণের দাম আউন্সপ্রতি বেড়ে তিন হাজার ৫০০ ডলার অতিক্রম করেছে। মার্কিন ডলারের দুর্বলতা ও চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে এই প্রত্যাশা থেকে স্বর্ণের প্রতি আকর্ষণ বেড়েছে বিনিয়োগকারীদের। এ কারণেই পণ্যটির দাম বেড়েছে। ২ সেপ্টেম্বর বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে তিন হাজার ৫০৮ দশমিক ৫০ মার্কিন ডলারে ওঠে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, দুর্বল অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ও যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সম্ভাবনা স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজার চাঙা করে তুলছে। তার ভাষায়, আরেকটি কারণ হচ্ছে- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, তথা ফেডের স্বাধীনতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ডলারভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি হয়েছে।মাসের পর মাস ধরে ট্রাম্প ফেড ও এর চেয়ারম্যান জেরোম পাওয়েলের সমালোচনা করছেন। ট্রাম্পের মূল অভিযোগ, পাওয়েল সুদহার কমাচ্ছেন না। সম্প্রতি তিনি আবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়াশিংটন সদর দফতরের ব্যয়বহুল সংস্কারকাজ নিয়েও পাওয়েলের সমালোচনা করেন।যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার সাক্ষাৎকারে বলেছেন, ফেড স্বাধীন প্রতিষ্ঠান ছিল এবং থাকা উচিতও। কিন্তু ফেড অনেক ভুল করেছে। পাশাপাশি তিনি ট্রাম্পের পক্ষ নিয়ে দাবি করেন, বন্ধকির বিষয় নিয়ে জালিয়াতির অভিযোগে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার অধিকার প্রেসিডেন্টের রয়েছে।সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা এখন ধরে নিচ্ছেন, ১৭ সেপ্টেম্বর ফেডের এক-চতুর্থাংশ শতাংশ পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা ৯০ শতাংশ।অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণে বিনিয়োগ করে সুদ পাওয়া যায় না ঠিক, কিন্তু সুদের হার কম থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে; অর্থাৎ সুদহার কমলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। রয়টার্স
ইন্দোনেশিয়ায় সহিংস বিক্ষোভে কমপক্ষে নিহত ১০
ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে সাম্প্রতিক সহিংস বিক্ষোভে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। সংস্থাটির প্রধান আনিস হিদায়াহ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের শিকার হয়ে থাকতে পারেন। প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর ঘটনা ঘটেছে গ্রেটার জাকার্তা, সুলাওসির মাকাসার, সেন্ট্রাল জাভা এবং পাপুয়া অঞ্চলে। এছাড়া সহিংসতায় আহত হয়েছেন ৯০০-র বেশি মানুষ এবং আটক হয়েছেন হাজারো বিক্ষোভকারী। যদিও অধিকাংশকেই পরে মুক্তি দেওয়া হয়েছে।মানবাধিকার কমিশনের প্রধান জানান, দেশের কয়েকটি অঞ্চলের তথ্য এখনো পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।গত সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এই দেশে বিক্ষোভ শুরু হয়। ব্যাপক অর্থনৈতিক বৈষম্য এবং সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা বিলাসবহুল সুবিধার বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই বিদ্রোহের শুরু। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন প্রদেশে।এটি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা বলে মনে করা হচ্ছে। জনরোষের মুখে সাবেক সেনা জেনারেল প্রাবোও শেষ পর্যন্ত আইনপ্রণেতাদের জন্য বিশেষ সুবিধা প্রত্যাহার করতে বাধ্য হন।মানবাধিকার সংগঠন লিগ্যাল এইড ফাউন্ডেশন একইভাবে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। অপরদিকে, আরেক সংস্থা কনট্রাস জানিয়েছে, এখনো অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। টিআরটি
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় কোয়েটার একটি স্টেডিয়ামের পার্কিং লটে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থাকে দুজন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, হামলার সময় বেলুচিস্তান ন্যাশনাল পার্টির শত শত সদস্য সেখানে উপস্থিত ছিলেন। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও এটি সবচেয়ে দরিদ্র। এখানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। গত এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানি বাহিনী প্রদেশের বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। তবে ২০২৪ সালে এই অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বেড়েছে, যেখানে এখন পর্যন্ত ৭৮২ জন নিহত হয়েছে।
গত মার্চ মাসে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি প্রদেশটিতে একটি ট্রেন দখল করে। তারা শত শত যাত্রীকে জিম্মি করে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করে। তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আলজাজিরা, রয়টার্স, এএফপি।