রয়টার্স: ইন্দোনেশিয়ার মসজিদে বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য হামলার আলামত পেয়েছেন তদন্তকারীরা পুলিশ। দেশটির পুলিশ প্রধান লিসতিও সিগিত প্রাবোও শনিবার বলেছেন, ঘটনাস্থলে বিস্ফোরক গুড়া সদৃশ পদার্থ পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্তে বিস্ফোরক পদার্থের সম্ভাব্য গুঁড়া পাওয়া গেছে বলে গতকাল শনিবার জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান। তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে সেরে উঠছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছি। কিছু লিখিত উপকরণ এবং গুঁড়া ঘটনাস্থলে পাওয়া গেছে, যা বিস্ফোরণের কারণ হতে পারে। আমরা এখন সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য পদ্ধতিতে তথ্য সংগ্রহ করছি।
গত শুক্রবার জুমার নামাজের সময় রাজধানী জাকার্তার এক স্কুল প্রাঙ্গণের ওই মসজিদে বিস্ফোরণে অর্ধশতের বেশি মানুষ আহত হয়েছিলেন। কর্মকর্তারা এখন ঘটনাটিকে সম্ভাব্য হামলা বলেও বিবেচনা করছেন। ইতোমধ্যে ১৭ বছর বয়সি এক শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবশ্য হামলার কারণে সন্দেহভাজন নিজেও আহত হয়েছেন। লিসতিও জানান, মসজিদের পাশের স্কুলের ওই শিক্ষার্থী শুক্রবার অস্ত্রোপচারের পর এখন সেরে উঠছে। তিনি বলেন, সন্দেহভাজনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তদন্তে আমাদের সহায়তা করবে বলে আশা করি।