রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোনের কথিত হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মস্কো, যা নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল, কিন্তু রুশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে রুখে দিয়েছে। তবে এই ভিডিওর সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে, কারণ কিয়েভ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল আলেকজান্ডার রোমানেনকভ জানিয়েছেন, ইউক্রেনের সুমি ও চেরনিহিভ অঞ্চল থেকে মোট ৯১টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। নভগোরোড অঞ্চলের লেক ভালদাইয়ের কাছে অবস্থিত পুতিনের বাসভবনটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রুশ সেনারা একটি ভূপাতিত ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছেন, যাতে প্রায় ছয় কেজি বিস্ফোরক ছিল বলে দাবি করা হয়েছে। মস্কোর মতে, এটি রাশিয়ার প্রেসিডেন্টের ওপর সরাসরি হামলার একটি সুপরিকল্পিত চেষ্টা ছিল। অন্যদিকে, ইউক্রেন এই ঘটনাকে রাশিয়ার সাজানো নাটক বলে অভিহিত করেছে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাশিয়ার কাছে এই হামলার সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।