ভারতের উপহারের গম ফিরিয়ে দিয়েছিল তুরস্ক

২০২২ সালের মে মাসে আঙ্কারার উদ্দেশে ৫৫ হাজার টন উচ্চ গুণমান সম্পন্ন গম পাঠায় নয়াদিল্লি। সংশ্লিষ্ট রফতানিটির সঙ্গে জড়িয়েছিল বেসরকারি সংস্থা আইটিসি লিমিটেডের। কিন্তু, তাদের গমবোঝাই জাহাজ তুরস্কের জলসীমায় পৌঁছাতেই সেটি আটকে দেয় স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, ভারতীয় গমে ‘রুবেলা’ নামের ভাইরাস রয়েছে বলে অভিযোগ তোলে তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সরকার। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবল অস্বস্তির মুখে পড়ে নয়াদিল্লি।

তুরস্কের এই মনোভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে আইটিসি। আঙ্কারার জলসীমা সংলগ্ন এলাকায় গমভর্তি জাহাজ দাঁড়িয়ে থাকায় তাদের লোকসানের অঙ্ক প্রতি দিনই বাড়ছিল। ঠিক এই সময় পাশে দাঁড়ায় নয়াদিল্লির ‘বন্ধু’ হিসাবে পরিচিত ইসরায়েলের। গুণগত মান নিয়ে কোনও প্রশ্ন না তুলে সমস্ত গম কিনে নেয় তেল আবিব। ফলে হাঁপ ছেড়ে বাঁচেন আইটিসি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে গোটা বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেন ভারতীয় বাণিজ্য সংস্থাটির কৃষি বিভাগের প্রধান নির্বাহী অফিসার বা সিইও রজনীকান্ত রাই। তার কথায়, ইটিজি কমোডিটিস নামের একটি ডাচ ফার্মের কাছে ৫৫ হাজার মেট্রিক টন গম বিক্রি করা হয়েছিল। তুরস্কের একাধিক সংস্থায় ওই গম পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাদের কাঁধে। কিন্তু, ফসলের গুণগত মান নিয়ে আঙ্কারা প্রশ্ন তোলায় শেষ মুহূর্তে তা আটকে যায়। এর পর পরীক্ষার জন্য ওই গম একটি সুইস গবেষণাগারে পাঠানো হয়েছিল। ইন্টারনেট

ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা ইতিহাসের দীর্ঘতম সময় অতিক্রম করেছে। আজ বুধবার ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালের ৩৫ দিনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। প্রশাসন সতর্ক করেছে যে, এই অচলাবস্থা অব্যাহত থাকলে ছুটির সময় আকাশপথে ভ্রমণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং আমেরিকান নাগরিকদের সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। সরকারকে চাপে রাখতে ও একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রশাসন এই সতর্কবার্তা দিয়েছে। কংগ্রেস ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সময়ের জন্য অর্থায়ন অনুমোদন করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে। এর ফলে দেশজুড়ে ক্রমবর্ধমান ভোগান্তি দেখা দিচ্ছে। বিশেষ করে কল্যাণমূলক কর্মসূচিগুলো যার মধ্যে রয়েছে, সেইসব সহায়তা কর্মসূচি যা লাখ লাখ আমেরিকানকে খাদ্য কিনতে সাহায্য করে, সেগুলো বর্তমানে অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সরকারের অচলাবস্থা নিরসনে কিছুটা অগ্রগতি দেখা গেছে, যদিও তা এখনো ভঙ্গুর। এদিকে, বিমান চলাচল নিয়ন্ত্রক ফেডারেল পার্ক রেঞ্জারসহ প্রায় ১৪ লাখ কর্মচারীর অনেকে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন বা বেতন ছাড়াই দায়িত্ব পালন করছেন। স্থানীয় গত মঙ্গলবার মধ্যরাতে অচলাবস্থার রেকর্ড ভেঙে যাওয়ার কয়েক ঘণ্টা আগে, ট্রাম্প প্রশাসন দেশব্যাপী বিমানবন্দরগুলোয় বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছে। যদি এটা সংকট ষষ্ঠ সপ্তাহেরও বেশি সময় ধরে চলে, কর্মী ঘাটতি বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) অনুমান করছে, চলতি বছর থ্যাঙ্কসগিভিং বিমান ভ্রমণ একটি নতুন রেকর্ড স্থাপন করবে। ২৭ নভেম্বরের ছুটিতে ৫৮ লাখ লোক অভ্যন্তরীণভাবে বিমান চালাবে। ৬০ হাজারের ও বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন এবং হোয়াইট হাউস সতর্ক করে দিয়েছে যে অনুপস্থিতি বৃদ্ধির ফলে চেক-ইন লাইনে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আল-জাজিরা

ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান

ভাল্লুকের আক্রমণ ঠেকাতে দেশের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় সেনা মোতায়েন করেছে জাপান। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর এই পদক্ষেপ নিল দেশটির কর্তৃপক্ষ। কারণ সেখানে দিনদিন মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বেড়েই চলেছে। স্থানীয়রা কয়েক সপ্তাহ ধরে ঘন বন থেকে দূরে থাকা, রাতে বাইরে না যাওয়া এবং ঘরের কাছে খাদ্য খুঁজতে আসা ভাল্লুককে দূরে রাখতে ঘণ্টা বহনের পরামর্শ পাচ্ছেন। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত এপ্রিল থেকে জাপানে ১০০টির বেশি ভাল্লুকের আক্রমণ ঘটেছে এবং ১২ জন মারা গেছেন। নিহতদের দুই-তৃতীয়াংশ আকিতা প্রিফেকচারে, যেখানে কাজুনো এবং নিকটবর্তী ইওয়াতে অবস্থিত। জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেই সাতো বুধবার টোকিওতে বলেন, ভাল্লুক জনবসতি এলাকায় প্রবেশ চালিয়ে যাচ্ছে এবং আক্রমণের সংখ্যা দিনে দিনে বাড়ছে, তাই আমরা ভাল্লুক মোকাবিলার উদ্যোগ স্থগিত করতে পারি না। আকিতা প্রিফেকচারের কর্মকর্তারা জানিয়েছেন, এই বছরে ভাল্লুক দেখা যাওয়ার ঘটনা ছয়গুণ বেড়েছে, যা প্রায় ৮ হাজার-এর বেশি। এজন্য প্রিফেকচারের গভর্নর গত সপ্তাহে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের সাহায্য চেয়েছিলেন। সেনারা ভাল্লুক ধরার জন্য ব্যবহৃত বক্স ট্র্যাপ স্থাপন, পরিবহন এবং পরিদর্শনে সাহায্য করবেন। আল-জাজিরা