দৈনিক হিন্দুস্তান টাইমস : কানাডা সরকার চলতি বছর দেশটিতে থাকা রেকর্ডসংখ্যক ভারতীয় নাগরিককে জোরপূর্বক দেশে ফেরত পাঠাচ্ছে। কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি (ঈইঝঅ)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ফেরত পাঠানো ভারতীয়দের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিষয়টি সামনে এনেছে ভারতীয়।

তথ্য বলছে, ২০২৫ সালের ২৮ জুলাই পর্যন্ত কানাডা থেকে ১ হাজার ৮৯১ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছে। গত বছর (২০২৪) পুরো বছরের হিসাব ছিল ১ হাজার ৯৯৭ জন। তুলনামূলকভাবে ২০১৯ সালে সংখ্যাটি ছিল মাত্র ৬২৫ জন। অর্থাৎ গত কয়েক বছরে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার বেড়েছে কয়েকগুণ।

এতে দেখা যায়, মেক্সিকানদের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক নাগরিক এখন ভারতীয়রাই, যাঁদের কানাডা থেকে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে। ২০২৫ সালের জুলাই পর্যন্ত মেক্সিকোর ২ হাজার ৬৭৮ জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া—৯৮১ জন নাগরিক।

বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ

সম্প্রতি টরন্টোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, সরকার এখন বিদেশি অপরাধীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও কার্যকর ও দ্রুত করার পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, ‘আমরা অভিবাসন ব্যবস্থায় একাধিক সংস্কার আনছি। অপরাধী বিদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও নজরদারিমূলক ও কার্যকর করতে কাজ চলছে।’

এমন মন্তব্য এসেছে এমন সময়ে, যখন কানাডায় অভিবাসনবিরোধী মনোভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

ভারতীয় নাগরিকদের গ্রেপ্তার ও নতুন নীতি

১০ অক্টোবর পিল রিজিয়নাল পুলিশ (চজচ) জানায়, তারা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (ঈইঝঅ) এবং পিল ক্রাউন অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে কাজ করছে, যাতে বিদেশি অপরাধীদের ফেরত পাঠানো বিচারপ্রক্রিয়ার অংশ হয়।

এই ঘোষণার ঠিক আগে ডাকচুরি (মেইল থিফট) মামলায় আট ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ৪৫০টি চিঠি চুরির অভিযোগ আনা হয়, যার আর্থিক মূল্য প্রায় ৪ লাখ কানাডীয় ডলার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুমনপ্রীত সিং, গুরদীপ চাঠা, জশানদীপ জাট্টানা, হারমান সিং, জাসানপ্রীত সিং, মানরূপ সিং, রাজবীর সিং ও উপিন্দরজিৎ সিং।

তাঁদের বিরুদ্ধে মোট ৩৪৪টি অভিযোগ আনা হয়েছে।

ফেরত পাঠানোর অপেক্ষায় আরও ৬ হাজারের বেশি ভারতীয়

ঈইঝঅ-এর তথ্যমতে, বর্তমানে কানাডা থেকে ফেরত পাঠানোর তালিকায় ভারতীয় নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি—প্রায় ৬ হাজার ৮৩৭ জন। এরপর মেক্সিকো (৫ হাজার ১৭০ জন) এবং যুক্তরাষ্ট্র (১ হাজার ৭৩৪ জন)।

মোট ৩০ হাজার ৭৩৩ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, যাঁদের মধ্যে প্রায় ২৭ হাজারই আশ্রয়প্রার্থী। আশ্রয়প্রার্থীদের মধ্যেও ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ।

বিশ্লেষকদের মতে, ২০১৯ সাল থেকে কানাডায় ভারতীয়দের অভিবাসন প্রবণতা যেমন বেড়েছে, তেমনি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেরত পাঠানোর ঘটনাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল ‘বিদেশি অপরাধী’ ইস্যুটি এখন কানাডা সরকারের নতুন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।