সৌদি গেজেট : সেই কোটা নির্ধারণ করে সৌদি আরবের হজ¦ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি দেশের হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো দেশের প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ১ হাজার ব্যক্তি হজে যেতে পারবেন। যেসব দেশ থেকে বেশি হজযাত্রী সৌদি আরবে হজ করতে যান, তার একটি তালিকা তৈরি করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড পপুলেশেন রিভিউ। সেই তালিকা অনুযায়ী দেখে নেওয়া যাক, কোন কোন দেশ থেকে সবচেয়ে বেশি হজযাত্রী যান।

ইন্দোনেশিয়া: জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটির মোট জনসংখ্যা প্রায় ২৮ কোটি। এর মধ্যে ৮৭ শতাংশ মুসলিম। প্রতিবছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পান। এবারও হজযাত্রীদের শীর্ষে রয়েছে এশিয়ার দেশটি। এ বছর ইন্দোনেশিয়া থেকে ২ লাখ ২১ হাজার মানুষকে হজ করার সুযোগ দেওয়া হচ্ছে।

পাকিস্তান: হজযাত্রীর সংখ্যার দিকে থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে এশিয়ার আরেকটি দেশ পাকিস্তান। দেশটির মোট জনসংখ্যা ২৫ কোটির কিছু বেশি। এ বছর পাকিস্তান থেকে ১ লাখ ৮০ হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষের পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

ভারত: এশিয়ার দেশ ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। তবে হজযাত্রীদের দিক দিয়ে ভারতের অবস্থান তৃতীয়। কারণ, ভারতে ২০ কোটির বেশি মুসলিম বসবাস করেন, যা দেশের মোট জনসংখ্যার ১৪ শতাংশ। ২০২৫ সালে ভারত থেকে ১ লাখ ৭৫ হাজার ২৫ জন হজ করার সুযোগ পেয়েছেন।