১৮ মার্চ, এএফপি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী যদি আরও কোনো আক্রমণ চালায়, তবে তার পরিণতি ইরানকেই ভোগ করতে হবে। ট্রাম্পের ‘যুদ্ধংদেহী বক্তব্য’র তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এই মন্তব্যকে জাতিসংঘ সনদের লঙ্ঘন আখ্যা দিয়ে তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। ইরানের জাতিসংঘ দূত আমির সাঈদ ইরাভানি চিঠিতে অভিযোগ করেন, ট্রাম্প ও অন্যান্য উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা ‘অবৈধভাবে যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড ও ইয়েমেনে যুদ্ধাপরাধের যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।’