পুনর্বহাল' করা নিষেধাজ্ঞা মোকাবিলা করতে প্রস্তুত ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো 'পুনর্বহাল' করা নিষেধাজ্ঞা মোকাবিলার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সম্প্রচারিত এক বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পেজেশকিয়ান আরও বলেন, 'তারা স্ন্যাপব্যাকের মাধ্যমে রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু মস্তিষ্ক আর চিন্তাই রাস্তা খোলে বা তৈরি করে। তারা আমাদের থামাতে পারবে না। ইরানের পারমাণু কর্মসূচি ঘিরে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত ভোটাভুটি হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে। গত মাসে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অভিযোগের পর শুক্রবার নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপ আসে। তারা বলেছিল, ইরান ২০১৫ সালের চুক্তি মানছে না, যা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার উদ্দেশ্যে করা হয়েছিল।তেহরান অবশ্য এমন ইচ্ছা থাকার বিষয়টি অস্বীকার করেছে। পেজেশকিয়ানকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আমরা কখনো অতিরিক্ত দাবির সামনে আত্মসমর্পণ করব না, কারণ পরিস্থিতি পরিবর্তনের ক্ষমতা আমাদের আছে।স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার ফলে এক সপ্তাহের মধ্যে তেহরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিলম্বের বিষয়ে কোনো সমঝোতা না হলে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে। রয়টার্স।

বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস’র দ্য হেগ শহর। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সহিংস সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও পানিকামান ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় অন্তত ৩০ জন আটক করা হয়েছে। সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছেন। প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ডিক স্কোফ ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য একেবারেই মেনে নেওয়া যায় না।’ ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্স গত নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং আগামী ২৯ অক্টোবরের ভোটের আগেও জরিপে এগিয়ে আছেন। তাকে এই বিক্ষোভে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ’ বিবিসি, এএনপি