গার্ডিয়ান, হিন্দুস্থান টাইমস : ভারতের রাজধানী দিল্লি বায়ুদূষণের তালিকায় বরাবরই সামনের সারিতে থাকে। গত কয়েক মাস অপ্রত্যাশিতভাবে তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। দীপাবলি উৎসবের পর বায়ুর মান নেমেছে বিপজ্জনক সীমায়। শহরজুড়ে ঘন বাদামী কুয়াশা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সরকার প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নিয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, ভারতের রাজধানীর জন্য কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানো ‘অপরিহার্য’ হয়ে উঠেছে। শুক্রবার এ বক্তব্যের আগেই তিনি জানিয়েছিলেন, ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তার দাবি, পরিবেশগত সংকট মোকাবিলায় এটি ‘অগ্রণী’ পদক্ষেপ। তিনি আরও বলেছেন, সার্বিক পরিস্থিতি অনুকূল থাকলে, ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে।
এশিয়া
বায়ুদূষণে নাকাল দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত ২৯ অক্টোবর
ভারতের রাজধানী দিল্লি বায়ুদূষণের তালিকায় বরাবরই সামনের সারিতে থাকে। গত কয়েক মাস অপ্রত্যাশিতভাবে তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। দীপাবলি উৎসবের পর বায়ুর মান নেমেছে বিপজ্জনক সীমায়।