স্বাধীনতাকামী তৎপরতা নির্মূল করতে জম্মু-কাশ্মীরে সেনা অভিযান পরিচালনা করছে ভারত। গতকাল মঙ্গলবার ‘অপারেশন কিলার’ নামের এ অভিযানে জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে ভারতের সেনাবাহিনী। এতে বলা হয়েছে, “গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলার শুকাল কেল্লের এলাকায় অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী। অভিযানে সেনা সদস্যদের সঙ্গে তাদের ব্যাপক গুলী বিনিময় হয়েছে। অভিযানে অন্তত ৩ জন নিহত হয়েছেন।” নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জম্মু-কাশ্মীরে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক্স বার্তায়।