একসঙ্গে দাবানল আরবের পাঁচ দেশে

তীব্র তাপপ্রবাহে আরব বিশ্বের পাঁচ দেশে একযোগে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বনভূমি, কৃষিজমি ও চারণভূমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত বুধবার ইরাক, আলজেরিয়া, লেবানন, সিরিয়া ও মরক্কো–তে আগুন জ্বলতে দেখা গেছে।ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের হালাবজা জেলায় রোববার সন্ধ্যায় দাবানল শুরু হয়। এতে শত শত হেক্টর জমি, ছয়টি গ্রামের তৃণভূমি ও চারণভূমি পুড়ে যায়, বহু পশুপাখি মারা যায়। হালাবজা সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবেদিন আব্দুলরহমান জানান, প্রায় ৫ হাজার দুনাম (১ হাজার ২৩৫ একর) বন ও বাগান ধ্বংস হয়েছে এবং দুজন গ্রামবাসী নিহত হয়েছেন। হালাবজার গভর্নর নুখশা নাসিহ জানান, সরঞ্জাম ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়।ধষমবৎরধদেশটির বিভিন্ন প্রদেশে ১৮টি দাবানল ছড়িয়ে পড়ে, যার মধ্যে ৭টি ছিল পূর্বাঞ্চলীয় বেজাইয়ায়। ১০টির আগুন নেভানো হয়েছে, ৪টি এখনো জ্বলছে এবং ৪টি নজরদারিতে রয়েছে। দাবানল ঠেকাতে সরকার ১৫টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে এবং ঝুঁকির কারণে অক্টোবর পর্যন্ত বনে ক্যাম্পিং ও বারবিকিউ নিষিদ্ধ করেছে।

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ১০২টি দাবানল মোকাবিলা করেছে, যার মধ্যে ৭৪টি ছিল বন, তৃণভূমি ও বসতিতে। সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, লাতাকিয়ার সালমা শহরের কার্ট এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তীব্র বাতাস ও কঠিন ভূখণ্ড সত্ত্বেও দমকলকর্মীরা আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সক্ষম হন। গত সপ্তাহে দেশটির চারটি প্রদেশে ১০টি দাবানল নেভানো হয়েছে। সোমবার মরক্কোর তেতুয়ান প্রদেশের দোয়ার আল-ঘরারসা বনে দাবানল ছড়ায়। পরে তা দোয়ার বেনি কারার কৃষিজমিতে ছড়িয়ে পড়ে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০২৪ সালে মরক্কোতে ৩৮২টি দাবানল ঘটে, এতে প্রায় ৮৭৪ হেক্টর বনভূমি পুড়ে যায় যা ২০২৩ সালের তুলনায় ৮২ শতাংশ কম। আনাদলু এজেন্সি

ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে ট্রাকচালকদের ভিসা বন্ধ

ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার জেরে বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য কর্মী ভিসা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ সিদ্ধান্ত ঘোষণা করেন। “আমেরিকার সড়কে বিদেশি চালকদের ক্রমবর্ধমান সংখ্যা আমেরিকানদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং স্থানীয় ট্রাকচালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে।”ফ্লোরিডার এক মহাসড়কে বেআইনিভাবে ইউটার্ন নিয়ে তিনজনকে হত্যার অভিযোগে অভিযুক্ত হন ভারতের নাগরিক হারজিন্দর সিং। তিনি অবৈধভাবে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর একটি ইংরেজি পরীক্ষায়ও অকৃতকার্য হন তিনি।ঘটনার পর রিপাবলিকান নেতারা বিষয়টি রাজনৈতিকভাবে তোলেন। ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর ব্যক্তিগতভাবে অভিবাসন এজেন্টদের সঙ্গে কথা বলে হারজিন্দর সিংকে প্রত্যর্পণ নিশ্চিত করতে ক্যালিফোর্নিয়ায় ছুটে যান। সিং ‘অবৈধভাবে’ বাণিজ্যিক লাইসেন্স পেয়েছিলেন এবং তিনি ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে এবং ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। এক্স

ইরানী তেল বাণিজ্যে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই পদক্ষেপে ইরানি তেল রপ্তানিতে সহায়তাকারী ব্যক্তি, চীনা দুইটি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটর এবং অন্যান্য জাহাজ ও অপারেটরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চীনভিত্তিক টার্মিনাল অপারেটররা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্যাঙ্কারে ‘লাখ লাখ ব্যারেল’ ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে। ট্রেজারি বিভাগ গ্রিক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস এবং তার নেটওয়ার্ক ও কোম্পানিগুলোকেও জাহাজ শিল্পে তাদের অবস্থান ব্যবহার করে ইরানি তেল পরিবহনের অভিযোগে অভিযুক্ত করেছে।ওয়াশিংটন বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচি অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং মার্কিন সৈন্য ও মিত্রদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তীব্র নিষেধাজ্ঞার পরও ইরান তাদের প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে। ইন্টারনেট