মিডলইস্ট আই : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি বিলুপ্ত করার বিষয়ে একমত হয়েছেন সংগঠনটির সদস্যরা। গতকাল শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। ইখবারিয়া টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও অস্থিরতা নিরসনে রিয়াদে আয়োজিত এক শান্তি আলোচনায় অংশ নিয়েছিলেন এসটিসি সদস্যরা। সেখানেই তারা নিজেদের সংগঠন বিলুপ্ত করার এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি নেতা এইদারুস আল-জুবাইদি বর্তমানে ইয়েমেনে নেই। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রিয়াদে চলমান এই গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি অংশ নেননি। এসটিসির পক্ষ থেকে এই খবরের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিডল ইস্ট আই এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে সংগঠনটির পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে ইয়েমেনে সরকারের সাথে এসটিসির সংঘাত দেশটিতে চরম অস্থিতিশীলতা তৈরি করেছিল।