রয়টার্স. আনাদুলু : জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে অপহরণ করা হতে পারে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এমন উক্তির তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। বার্লিন এসব মন্তব্যকে অগ্রহণযোগ্য ও হুমকিস্বরূপ বলে অভিহিত করেছে। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিল বলেন, “আপনারা যেমনটা অনুমান করতে পারেন, আমরা এসব বক্তব্য সম্পর্কে অবগত আছি এবং ফেডারেল সরকার এ ধরনের সব বক্তব্য ও হুমকির তীব্র নিন্দা জানাচ্ছে।” তিনি জোর দিয়ে বলেন, চ্যান্সেলর সম্পূর্ণ নিরাপদ এবং পর্যাপ্ত সুরক্ষার মধ্যে রয়েছেন।

রবিবার মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের মতো বিদেশি নেতাদের বিরুদ্ধে অপহরণমূলক অভিযান কল্পনা করা যেতে পারে। এ ক্ষেত্রে তিনি সরাসরি ফ্রেডরিখ মের্ৎসের নাম উল্লেখ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস পরে এসব মন্তব্য প্রকাশ করে।

তাসের উদ্ধৃতি অনুযায়ী, মেদভেদেভ মার্জকে অপহরণের সম্ভাবনাকে এই ঘটনাপ্রবাহের আরেকটি দিক বলেও বর্ণনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মের্ৎসের বিরুদ্ধে মামলা করা হলে তা কোনও ক্ষতির কারণ হবে না।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ আরও বলেন, জার্মানিতেই মার্জের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে এবং নাগরিকরা (মের্ৎসের জন্য) অকারণে ভুগছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর মেদভেদেভ এই মন্তব্য করেন। ওই অভিযানের পর নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাকেই নিজের বক্তব্যের যুক্তি হিসেবে তুলে ধরেন মেদভেদেভ।