নিউজ এজেন্সি তাস : জাপানের ইকোনোমিক সমুদ্রসীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে টোকিও। সরকারি সূত্রের বরাতে জাপানের সংবাদ সংস্থা কিয়োদা জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত এই ক্ষেপণাস্ত্র দুটি ছুঁড়েছে। যা গিয়ে পড়েছে জাপান নিয়ন্ত্রিত সমুদ্রে।

ক্ষেপণাস্ত্রের বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়াও। দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে জাপান বলছে দুটি। জাপানি সরকারি সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। কোনো ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। এই ঘটনার পর জাপানের উপকূলরক্ষী বাহিনী এই অঞ্চলে জাহাজ চলাচলের সময় সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের অংশ থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা হামলার বিষয়ে কিছু জানায়নি কিম জং উনের উত্তর কোরিয়া।