সিজিটিএন : উত্তর ভিয়েতনামের কোয়াং নিন প্রদেশের হা লং উপসাগরে আকস্মিক বজ্রঝড়ের কবলে পড়ে একটি ক্রুজ জাহাজ ডুবে অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার ঝড়ের কবলে পড়ার কিছুক্ষণের মধ্যেই জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ৪৮ জন যাত্রী ও ৫জন ক্রু ছিলেন। পর্যটকদের মধ্যে ছিল নারী ও শিশুও ছিল। যাত্রীদের বেশিরভাগই দেশটির রাজধানী হ্যানয় থেকে সেখানে বেড়াতে গিয়েছিলেন।