এএফপি : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা বলে জানিয়েছে কর্মকর্তারা। গত শনিবার সেন্ট্রাল জাভার বানজারনেগারা জেলায় প্রবল বৃষ্টিপাতে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটে। এতে অন্তত ৪৮টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি)। বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বৃহস্পতিবার রাতে বলেন, সেনাবাহিনী, পুলিশ, অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনসহ সাত শতাধিক কর্মীকে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে ট্র্যাকিং কুকুরও ব্যবহার করা হচ্ছে। মুহারি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারীরা আরও সাতটি লাশ উদ্ধার করেছেন। এতে বানজারনেগারায় লাশের সংখ্যা বেড়ে ১০ এ দাঁড়িয়েছে। এখনো ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে প্রায় এক হাজার বাসিন্দা এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন। প্রবল বৃষ্টি, জমে যাওয়া পানি এবং সক্রিয় ঝর্ণার কারণে আরও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এক ফটোগ্রাফার জানিয়েছেন, ভারী যন্ত্রপাতি দিয়ে গভীর কাদার ভেতর থেকে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চলছে। অন্যদিকে, গত বৃহস্পতিবার পাশের জেলা সিলাকাপে তিনটি গ্রামে আরেকটি ভূমিধস হয়। এতে অন্তত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিএনপিবি।এছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছেন। গত বুধবারের পর এ বিষয়ে আর কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা মৌসুমি বর্ষণে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিতই ভূমিধস, হঠাৎ বন্যা এবং পানিবাহিত রোগের প্রকোপ দেখা দেয়।
এশিয়া
ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩০
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।