রয়টার্স : দ্বিপাক্ষিক সম্পর্কে ’সঠিক কৌশলগত বোঝাপড়া’ গড়ে তুলে ভারত ও চীনকে একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, চীন ভারতের সঙ্গে সৌহার্দ্য ও পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত। দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সংলাপ ও যোগাযোগ ধীরে ধীরে পুনরায় শুরু হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতার পথে ফিরে আসছে বলেও ওয়াং ই মন্তব্য করেন। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, সীমান্ত শান্তি, বাণিজ্যিক ইস্যু, তীর্থযাত্রা, জনগণের পারস্পরিক যোগাযোগ, নদীর তথ্য বিনিময়, সীমান্ত বাণিজ্য ও যোগাযোগসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, এসব আলোচনা দুই দেশের মধ্যে একটি স্থিতিশীল, সহযোগিতামূলক ও ভবিষ্যতপন্থী সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। ওয়াং ই বলেন, বড় রাষ্ট্র হিসেবে ভারত ও চীনের উচিত অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য ঐক্য ও শক্তিবৃদ্ধির উদাহরণ তৈরি করা। ‘ভারত ও চীনকে সঠিক কৌশলগত বোঝাপড়া গড়ে তুলে একে অপরকে সুযোগ ও অংশীদার হিসেবে দেখা উচিত, হুমকি বা প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়,’Íবলেন তিনি। দুই দিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী।
এশিয়া
অংশীদারিত্ব হিসেবে দেখতে ভারতের প্রতি চীনের আহ্বান
দ্বিপাক্ষিক সম্পর্কে ’সঠিক কৌশলগত বোঝাপড়া’ গড়ে তুলে ভারত ও চীনকে একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়