আফগানিস্তানের মাজার-ই-শরীফে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড় ২০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন তিনশরও বেশি মানুষ। গতকাল সোমবার রাত ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। নিহতদের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শহরটিতে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ থাকেন।

শক্তিশালী এ ভূমিকম্পে মাজার-ই-শরীফের ঐতিহ্যবাহী নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড কম্পনের কারণে মসজিদের বিভিন্ন জায়গায় পলেস্তার খুলে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পটি মাটির মাত্র ২৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। একটি ভিডিওতে লাশ টেনে বের করতে দেখা গেছে।