রয়টার্স, আনাদোলু এজেন্সি : ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইএইএ) ভিত্তিহীন প্রতিবেদন দাখিল করেছে বলে অভিযোগ জানিয়েছে তেহরান। গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থা এ কথা জানায়। তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। ওই যৌথ বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটি পূর্ববর্তী ভিত্তিহীন অভিযোগগুলোরই পুনরাবৃত্তি ছাড়া আর কিছু নয়। আইএইএ’র প্রতিবেদন অনুসারে, ইরান বর্তমানে ৬০ শতাংশ সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুত ৪০৮ দশমিক ৬ কিলোগ্রামে পৌঁছেছে। এই পরিমাণ আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। তাদের দাবি, এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করলে তা প্রায় নয়টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে। আরেকটি পৃথক প্রতিবেদনে আইএইএ দাবি করেছে, তিনটি গোপন স্থানে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করেছে তেহরান। সেখানে অপ্রকাশিত পারমাণবিক পদার্থ ব্যবহার করা হয়েছে।
এই অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লঙ্ঘন করায় ইরানকে চাপ দেওয়া হতে পারে। এই প্রতিবেদনের বিষয়ে ইরানের দাবি, এই প্রতিবেদন প্রকাশের পেছনে রাজনৈতিক চাপ এবং উদ্দেশ্য কাজ করেছে। এর ফলে যদি কোনও দেশ এই প্রতিবেদনকে ভুলভাবে ব্যবহার করে, তাহলে ইরান উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।