রয়টার্স , এনডিটিভি : ভারতের হায়দরাবাদে বিখ্যাত চারমিনার সংলগ্ন গুলজার হাউজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরবেলা এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, দুর্ঘটনার শিকার ভবনটির নিচতলায় থেকে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভোর সাড়ে ছটার দিকে তাদের কাছে ফোন আসে। এরপরই তারা ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভাতে ১১টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ খুঁজে পায়নি কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, দুঃখজনক হলেও সত্য, আজ দমকল কর্মীদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না বলে জানতে পেরেছি। ভবিষ্যতের জন্য উন্নত প্রযুক্তি আনার প্রয়োজন আছে।