রয়টার্স : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে জু-আই প্রথমবারের মতো জনসমক্ষে বাবা ও মায়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের কুমসুসান সমাধিসৌধ পরিদর্শন করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর প্রকাশিত ছবিতে এই দৃশ্য দেখা গেছে। গত তিন বছর ধরে জু-আই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছেন। বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তাকে কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করছে। সেজং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট চেওং সিওং-চ্যাং মনে করে, কুমসুসান প্রাসাদে জু-আই-এর এই প্রথম উপস্থিতি আসন্ন ক্ষমতাসীন দলের কংগ্রেসের আগে কিম জং উনের একটি পরিকল্পিত পদক্ষেপ হতে পারে। কংগ্রেসে উত্তরাধিকার নিয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের উত্তর কোরিয়া মুখপাত্র হং মিন বলেন, বড় আয়োজনগুলোতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে রেখে কিম একটি স্থিতিশীল পরিবারের বার্তা তুলে ধরার চেষ্টা চালাছেন।

কেসিএনএ-এর তথ্য অনুযায়ী, ২০১০-এর দশকের গোড়ার দিকে জন্ম নেওয়া জু-আই চলতি বছরের নববর্ষ উদযাপনে অংশ নেন এবং সেপ্টেম্বরে বাবার সঙ্গে প্রথম বিদেশ সফরে বেইজিং গিয়েছিলেন। তবে উত্তর কোরিয়া এখনও তার বয়স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। আবার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইউনিফিকেশনের উত্তর কোরিয়া এক মুখপাত্র বলেন,তার বয়স কম এবং কোনও সরকারি পদে না থাকায় এখনই তাকে উত্তরসূরি বলা উচিত নয়।