ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা থামাতে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না—এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় নেতাদের আহ্বানের জবাবে তিনি বলেন, "ইসরায়েল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে। জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন।"
ইউরোপীয় কূটনীতিকরা ইসরায়েলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপ চাইলেও ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, তিনি ইসরায়েলকে কোনো চাপ দেবেন না।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর পাল্টা জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। সংঘাতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা, বিবিসি, ওয়াশিংটন পোস্ট