পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সতর্ক করে জানিয়েছেন, সিন্ধু নদে ভারত বাঁধ তৈরি করলে তা মিসাইল হামলায় ধ্বংস করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র সফরে এক অনুষ্ঠানে তিনি এ হুমকি দেন।

মাত্র দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়ে অসীম মুনির রাজনৈতিক নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখেন।

অসীম মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের অস্তিত্ব বিপন্ন হয়, তাহলে নিজেদের সঙ্গে বিশ্বের বড় একটি অংশকেও ধ্বংস করে দেব।

তিনি স্পষ্ট করে জানান, সিন্ধু নদ ভারতের একক সম্পত্তি নয় এবং পাকিস্তানের মিসাইল ভাণ্ডারে কোনো ঘাটতি নেই।

তিনি আরও বলেন, বাঁধ নির্মাণ শেষ হওয়ার পর পাকিস্তান ১০টি মিসাইল নিক্ষেপ করে সেটি গুঁড়িয়ে দেবে।

প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদ চুক্তি অনুযায়ী, অববাহিকা এলাকার তিনটি নদীর পানি ব্যবহারের অধিকার পায় পাকিস্তান।

তবে সাম্প্রতিক সময়ে কাশ্মিরে সহিংসতা ও রাজনৈতিক বিরোধের জেরে ভারত এই চুক্তি বাতিলের ঘোষণা দেয় এবং পাকিস্তানের পানি সরবরাহ বন্ধের হুমকি দেয়।