ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি অভিযোগ করেছেন, গত দুই দশকে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্ররা মুসলিম বিশ্বে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সপ্তাহজুড়ে ইয়েমেনে এই আয়োজন চলবে নানা ধর্মীয় ও স্মৃতিচারণমূলক কর্মসূচির মাধ্যমে। খবর—মেহের নিউজ।
আল-হুথি বলেন, “যে জাতি আল্লাহর পথে সংগ্রাম ও শাহাদতের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যায়, সেই জাতি কখনো অপমানিত হয় না। শাহাদতই হলো ধ্বংস ও দাসত্ব থেকে মুক্তির একমাত্র ঢাল।”
তিনি বলেন, ইতিহাসে ইসলামী উম্মাহ নানা বিপর্যয়ের মুখোমুখি হয়েছে—উপনিবেশ যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। “আমেরিকানরাই স্বীকার করেছে, গত ২০ বছরে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই মুসলিম,” যোগ করেন তিনি।
আল-হুথির মতে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে দুর্বল করতে এবং মানসিকভাবে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। গাজায় মানুষকে ক্ষুধা ও ভয় দেখিয়ে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হলেও, তা ব্যর্থ হয়েছে।
তার ভাষায়, “এই দমনকারী শক্তিগুলোর কোনো মানবতা নেই। নিজেদের স্বার্থ পূরণে তারা যে কোনো অপরাধ করতেও প্রস্তুত।”