আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াতে যদি খ্রিস্টানদের ওপর নির্যাতন রোধে সরকার ব্যর্থ হয়, তাহলে সেখানে সামরিক অভিযান চালানো হতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি জানিয়েছেন, প্রয়োজন পড়লে নাইজেরিয়ায় দেওয়া মানবিক ও অন্যান্য সহায়তাও স্থগিত করা হবে। এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
রোববার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “নাইজেরিয়ার কর্তৃপক্ষ যদি খ্রিস্টানদের প্রতি হামলা বন্ধ করতে না পারে, আমরা তাদের দেওয়া সব ধরনের সাহায্য বন্ধ করে দিতে পারি এবং দ্রুত ও কড়া কার্র্য্যক্রম শুরু করতে পারি।” তিনি বলেন, প্রয়োজনে কাজটি হবে দ্রুত, শক্তিশালী ও কঠোর, যাতে দোষীদের পুরোপুরি নির্মূল করা যায়। তবে ট্রাম্প কোন নির্দিষ্ট গোষ্ঠী বা ঘটনার কথািয়ে কী বোঝাতে চেয়েছেন, তা তিনি স্পষ্ট করেননি।
ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি নিজে মন্ত্রীমণ্ডলকে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং দেশের নিরাপত্তা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিনি নাইজেরিয়ার সরকারের প্রতি সতর্ক করে বলেছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান।
নাইজেরিয়ার সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। এদের একদিন আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, নাইজেরিয়াকে “বিশেষ উদ্বেগের দেশ” তালিকায় রাখা হয়েছে—যা দুই দেশের সম্পর্ককে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে।
অন্যদিকে মানবাধিকার ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, নাইজেরিয়ায় বছরের পর বছর ধরে চলা সহিংসতা কেবল ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন নয়; এতে রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনৈতিক উদ্বেগ এবং সামাজিক-অর্থনৈতিক বৈষম্যের জটিল মিশ্রণ।