ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে থাকা উচিত এবং স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর অবশ্যই তাদের অস্ত্র জমা দিতে হবে।
তিনি বলেন, যুদ্ধপরবর্তী সময়ে গাজার স্থিতিশীলতা রক্ষায় এটি একমাত্র বাস্তবসম্মত পথ।
রোববার (১৪ জুলাই) জর্ডানের রাজধানী আম্মানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠককালে আব্বাস এ মন্তব্য করেন। খবর দিয়েছে মিডল ইস্ট আই।
আব্বাস বলেন, স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে অবশ্যই ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীন থেকে বৈধ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তাদের অস্ত্র জমা দিয়ে আইনসম্মত কাঠামোর মধ্যে কাজ করতে হবে।
এর আগেও তিনি লেবাননে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অস্ত্র হস্তান্তর প্রসঙ্গে এক মতৈক্যে পৌঁছেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে দুর্নীতি ও ইসরায়েলের প্রতি নরম মনোভাবের অভিযোগে মাহমুদ আব্বাস ও তার প্রশাসন সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপকভাবে অজনপ্রিয় বলে বিশ্লেষকরা মনে করছেন।
অন্যদিকে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো মনে করে, চলমান দখলদারিত্ব, রাজনৈতিক অচলাবস্থা এবং ইসরায়েলের নিরবচ্ছিন্ন হুমকির প্রেক্ষাপটে তাদের কাছে অস্ত্র থাকা অত্যন্ত জরুরি। তারা নিজেদের অস্ত্র ত্যাগে আপত্তি জানিয়ে আসছে।
টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠকে মাহমুদ আব্বাস আরও বলেন, “যুদ্ধের পরে গাজায় টেকসই সমাধান কেবল তখনই সম্ভব, যখন ইসরায়েল সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে এবং গাজার দায়িত্ব ফিলিস্তিন কর্তৃপক্ষ গ্রহণ করবে।” এ প্রক্রিয়ায় তিনি আরব দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন প্রত্যাশা করেন।