বামাকোতে এক ফরাসি রাষ্ট্রদূতকে গ্রেপ্তারের পর মালির সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা স্থগিত করেছে প্যারিস। পাশাপাশি মালির দুই কূটনীতিককে ফ্রান্স ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) একটি ফরাসি কূটনৈতিক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, ওই দুই কূটনীতিককে শনিবারের মধ্যে ফ্রান্স ত্যাগ করতে হবে।

অন্যদিকে মালি ইতোমধ্যে বামাকোতে অবস্থিত ফরাসি দূতাবাসের পাঁচ কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। গত রোববারই তারা মালি ছেড়েছেন।

সোর্স: বাসস