গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টায় তুরস্কের ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে বলেছেন ‘দারুণ’ এবং জোর দিয়ে বলেছেন, আঙ্কারা আঞ্চলিক প্রভাববলয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রবিবার মধ্যপ্রাচ্যের পথে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তুরস্কও অসাধারণ ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট এরদোগান দারুণ কাজ করেছেন। তিনি সত্যিই অনেক সহায়তা করেছেন, কারণ তিনি অত্যন্ত সম্মানিত একজন নেতা। তার দেশ শক্তিশালী—সেনাবাহিনীও অত্যন্ত শক্তিশালী। তিনি সত্যিই অনেক অবদান রেখেছেন।
তিনি আরও জানান, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কাতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তিনি বর্ণনা করেন ‘অসাধারণ মানুষ’ হিসেবে।
ট্রাম্প বলেন, তার দেশ সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে—সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব থেকে যেখানে যেতে দেড় ঘণ্টা লাগে, কাতার সেখানে সরাসরি মাঝখানে। কাতারের কৃতিত্ব দেওয়া শুরু করা উচিত।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও উল্লেখ করেন, যুদ্ধবিরতি আলোচনায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া ও জর্ডানও ভূমিকা রেখেছে।
এই মন্তব্যের পর ট্রাম্প ইসরাইলের উদ্দেশে রওনা হন।
এরপর তিনি যাবেন মিশরের শারম আল শেখে, যেখানে সোমবার শুরু হবে ‘শারম আল শেখ শান্তি সম্মেলন’।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে যৌথভাবে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য, গাজা উপত্যকার যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা।
তুরস্কের যোগাযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোগানকে সিসি ও ট্রাম্পের আমন্ত্রণে এই শান্তি সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র: আনাদোলু