ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার—বেন গুরিয়ন বিমানবন্দর—আবারও চালু হয়েছে।

বুধবার (১৮ জুন) ভোরে প্রথম ফ্লাইট অবতরণের মাধ্যমে পুনরায় সচল হয় বিমানবন্দরটি।

দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, সাইপ্রাসের লারনাকা থেকে যাত্রী বহনকারী একটি ফ্লাইট তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। এতে করে বিদেশে আটকে পড়া বহু ইসরায়েলিকে ফিরিয়ে আনা হয়। প্রত্যাবর্তন কার্যক্রমে অংশ নিয়েছে এল আল, আরকিয়া, ইসরায়ার ও এয়ার হাইফা।

এর আগে ইরানের ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে হামলা তীব্র হলেও বিমানবন্দরের অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে বুধবার মধ্যরাত থেকে নতুন করে হামলা শুরু হয়। মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইরানের ছোড়া অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানে বলে জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ। হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই হামলা আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 'যুদ্ধ শুরু' ঘোষণার পরপরই। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, “মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। আমরা কোনো দয়া দেখাব না।” এরপর থেকেই ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনায় একের পর এক আঘাত হানছে ইরান।