DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

আন্তর্জাতিক

আল-আকসায় রমজানের ২য় জুমায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়

যারা আল-আকসায় নামাজ আদায় করেছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে মুসল্লিদের আসতে বাধা দিতে চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদেরই শুধু প্রবেশের অনুমতি দেওয়া হয়

অনলাইন ডেস্ক
4c919834c24c2b2kppk_800C450

পবিত্র আল-আকসা মসজিদে রমজানের দ্বিতীয় জুমায় ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদে দখলদার ইসরায়েল নানা বিধিনিষেধ আরোপ করলেও গতকাল

শুক্রবার (১৪ মার্চ) বিপুলসংখ্যক ফিলিস্তিনি মুসল্লিদের ঢল নামে। ইসলামিক ওয়াকফ এ তথ্য নিশ্চিত করেছে।

তবে ইসরায়েলি পুলিশ সংখ্যা প্রকাশ না করে শুধু জানিয়েছে, ‘হাজার হাজার মানুষ’ নামাজ আদায় করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যারা আল-আকসায় নামাজ আদায় করেছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে মুসল্লিদের আসতে বাধা দিতে চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদেরই শুধু প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে।

তরুণদের প্রবেশ ঠেকাতে ইসরায়েলি বাহিনী ব্যাপক তল্লাশি চালায় এবং বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করে। তবে আজকের জুমার নামাজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

বিষয়সমূহ