হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ইসরায়েলি কর্মকর্তারা।
শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপত্যকার গাজা সিটিতে হামাস মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে এই অভিযান চালায় আইডিএফ। তবে তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি হামাস।
এর আগেও, আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তেলআবিব। তবে বারবারই মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছেন আবু ওবায়দা নামে পরিচিত হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌত।