গাজার এক হাসপাতালে হামলার ঘটনায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তোলায় এর নিন্দা জানিয়েছে ইসরায়েল৷
সোমবার (১৪ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্স-এ এই বিষয়ে মন্তব্য করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়৷
রোববার উত্তর গাজার আল আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল৷ ইসরায়েলের দাবি, হামলা চালানোর আগে হাসপাতালে কর্মরতদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷
তবে সরে যাওয়ার জন্য খুব বেশি সময় দেওয়া হয়নি বলে সমালোচনা তৈরি হয়েছে৷ ফিলিস্তিনের বার্তা সংস্থা ডাব্লিওএএফএ জানায়, হামলার আগে সরে যাওয়ার জন্য ১৮ মিনিট সময় দেওয়া হয়েছিল৷
ধারণা করা হচ্ছে, হাসপাতালটিতে বেশ কয়েকডজন রোগী ছিলেন যাদেরকে এতো অল্প সময়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি৷ তাছাড়া, সরিয়ে নিয়ে যাওয়ার সময় চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় এক শিশু নিহত হয়েছে৷
এই ঘটনার পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং দেশটির পররাষ্ট্র দপ্তর এক্স-এ দেওয়া এক বার্তায় জানায়, ‘‘হামাসের নিষ্ঠুর সন্ত্রাসীদের অবশ্যই প্রতিহত করতে হবে৷ তবে আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক স্থাপনা সুরক্ষার বাধ্যবাধকতার কথা বলা রয়েছে৷ ২০ মিনিটের কম সময়ে কীভাবে একটি হাসপাতাল থেকে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব?''
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাটি ছিল একটি ভবনে সুনির্দিষ্টভাবে করা আঘাত, যে ভবনটিকে ফিলিস্তিনের সন্ত্রাসী সংগঠন হামাস ব্যবহার করতো৷ হামলার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে বলে জানায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়৷
ফিলিস্তিনিদের জন্য এক দশমিক ছয় বিলিয়ন ইউরো
এদিকে ফিলিস্তিনিদের জন্য তিন বছরের একটি নতুন অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন৷ সহায়তার আওতায় তিন বছরে মোট এক দশমিক ছয় বিলিয়ন ইউরো প্রদান করা হবে৷
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় নতুন এই সহায়তার কথা জানান ইইউর ফরেন পলিসি প্রধান কায়া কালাস৷ তিনি বলেন, ‘‘ফিলিস্তিনের জনগণের জন্য আমরা সহযোগিতা নিয়ে এগিয়ে আসছি৷ ২০২৭ সাল পর্যন্ত এক দশমিক ছয় বিলিয়ন ইউরোর এই সহযোগিতা পশ্চিম তীর ও গাজায় স্থিতিশীলতা তৈরিতে সহায়তা করবে৷''