মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহতের সংখ্যাও তিন হাজারের অধিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

সরকারের মুখপাত্র মুজাহিদের দেয়া হতাহতের সংখ্যাটি কেবল কুনার প্রদেশের।

জাতিসঙ্ঘের এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার (৩১ আগস্ট) রাতে আফগানিস্তানে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত দুর্গম ও দূরবর্তী পাহাড়ি এলাকায় পৌঁছাতে উদ্ধারকারীদের ব্যাপক কাঠখড় পোহাতে হচ্ছে।

জাতিসঙ্ঘের এই কর্মকর্তা হতাহতদের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধির সতর্কবার্তাও দিয়েছেন।

রোববারের ভূমিকম্পটি পাকিস্তানের সীমান্তঘেঁষা কয়েকটি প্রদেশে আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম কুনার প্রদেশ। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস ও তীব্র বন্যাও আঘাত হেনেছে।

এই অঞ্চলে মাটি ও কাঠের তৈরি বাড়িগুলো ভূমিকম্পের ধাক্কা সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে অনেক গ্রাম মাটির সাথে মিশে গেছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ।

দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই তালেবান কর্তৃপক্ষ আহতদের হেলিকপ্টার বা অন্যান্য পরিবহন ব্যবস্থায় যাতায়াত সম্ভব না—এমন স্থান থেকে সরাতে কয়েক ডজন কমান্ডো মোতায়েন করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী ইন্দ্রিকা রাটওয়াটে বলেন, ‘আমরা আফগানিস্তানের মানুষদের ভুলতে পারি না। তারা একাধিক সংকট ও একাধিক ধাক্কার মুখোমুখি হয়েছে।’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এদিকে, একের পর এক নিষেধাজ্ঞা, বিদেশী সহায়তা ফিরিয়ে নেয়া, প্রতিবেশী দেশগুলো থেকে আফগানদের ফেরত পাঠানোসহ নানা সমস্যায় ইতোমধ্যেই জর্জরিত ছিল তালেবান প্রশাসন। এরই মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ দেশটির প্রশাসনকে আরো চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে তালেবান সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।

সোমবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে তালেবানের প্রশাসনের মাধ্যমে নয়, বরং বিভিন্ন সংস্থার মাধ্যমে সহায়তা পৌঁছে দেয়া হবে জানিয়েছে ব্রিটিশ সরকার।

আফগানিস্তানের প্রয়োজন ও নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্যোগ মোকাবেলায় সহায়তা দিতে চীনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, কাবুলে ইতোমধ্যে এক হাজার পরিবারের জন্য তাঁবু সরবরাহ করা হয়েছে এবং কুনার প্রদেশে ১৫ টন খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার থেকে ভারত আরো ত্রাণ পাঠাবে বলে আশ্বাস দেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরো সোমবার সামাজিক মাধ্যম এক্সে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো সহায়তা দেবে কিনা—এ ব্যাপারে প্রশ্ন করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য জানাননি।