সুইজারল্যান্ডের দক্ষিণ–পশ্চিমের ক্রানস-মন্টানা এলাকায় নববর্ষ উদ্‌যাপনের মাঝে ভয়াবহ আগুনে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও শতাধিক মানুষ; এদের অনেকের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে একটি স্কি রিসোর্টের পানশালায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় পুলিশ জানায়, রাত দেড়টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে আগুন লাগার সময় বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সরকার ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবেই বিবেচনা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পানশালার ভেতরে মোমবাতি বা আতশবাজি জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়তে পারে। কেউ কেউ বলেন, আতশবাজি থেকে ছাদে আগুন ধরে যায় এবং খুব দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর এলাকাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। বহু অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল প্রেসিডেন্ট গায় পারমেলিন। তিনি বলেন, নববর্ষের আনন্দের মুহূর্ত ভয়াবহ শোকে পরিণত হয়েছে। ইতালি ও জার্মানিসহ বিভিন্ন দেশও সমবেদনা জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় কোনো হামলার আলামত পাওয়া যায়নি। তদন্ত চলছে।