ইরানে জাতীয় মুদ্রা রিয়ালের ভয়াবহ দরপতনের জেরে দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক। মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, এ ঘটনায় এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি। তাদের দাবি—দুই নিরাপত্তা সদস্যসহ অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং সারা দেশে গ্রেপ্তার হয়েছেন ২ হাজার ৭৬ জন।
গত ২৮ ডিসেম্বর এক ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে প্রায় ১৪ লাখ ৫০ হাজারে ঠেকে—যা ইরানের ইতিহাসে সর্বনিম্ন। খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়তে শুরু করলে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হওয়া আন্দোলন পরবর্তী সময়ে কমপক্ষে ২৫টি প্রদেশে বিস্তৃত হয় এবং এতে অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক স্লোগানও যুক্ত হয়।
ইরানি গণমাধ্যম জানায়, পশ্চিমাঞ্চলে সংঘর্ষের সময় বাসিজ বাহিনীর সদস্য আলি আজিজি নিহত হয়েছেন। তাকে ছুরিকাঘাতের পর গুলি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সরকারিভাবে এখনো হতাহতের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র : শাফাক নিউজ