পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় ১৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সেখানের ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত এলাকায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যানটিতে থাকা সকলেই প্রাণ হারিয়েছেন বলেও জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স'র।

এতে বলা হয়, বিপর্যস্ত এলাকায় উদ্ধার তৎপরতার সময় একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এতে থাকা পাঁচজন ক্রু সদস্য সকলেই প্রাণ হারান। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। বহু এলাকা এখনও জলমগ্ন এবং যোগাযোগ বিচ্ছিন্ন। বন্যাকবলিত অঞ্চলে খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসাসেবা ঘাটতির মুখে পড়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং উঁচু জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।