সুদানের কর্ডোফান অঞ্চলে ড্রোন হামলায় অন্তত ১০৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে। প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীগুলির মধ্যে লড়াই তৃতীয় বছরেও নতুন উচ্চতায় পৌঁছেছে। স্থানীয় সময় বুধবার (১৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু থেকে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর বাবনুসায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি দখল করেছে। এরপর থেকে কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক হামলার ঘটনা ঘটেছ।
এই এই উত্তেজনা বৃদ্ধির ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কলেরা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে ইতিমধ্যেই চাপে থাকা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিকে চাপে পড়েছে। কারণ মূল লড়াই পশ্চিমের দারফুর থেকে কর্ডোফানের বিশাল কেন্দ্রীয় অঞ্চলে স্থানান্তরিত হয়েছে।
হামলার ফলে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। কলেরা ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে ইতিমধ্যেই চাপে থাকা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চাপ পড়েছে। কারণ মূল লড়াই পশ্চিমের দারফুর থেকে কর্ডোফানের বিশাল কেন্দ্রীয় অঞ্চলে স্থানান্তরিত হয়েছে।
দক্ষিণ কর্ডোফানের কালোগিতে একটি কিন্ডারগার্টেন এবং একটি হাসপাতাল থেকে সবচেয়ে মারাত্মক হামলার খবর পাওয়া গেছে। সেখানে ৪৩ জন শিশু এবং আট নারীসহ ৮৯ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, হামলার ভয়াবহতা নিয়ে তিনি চিন্তিত। চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে হামলাকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বলেও জানান তিনি।
সরকার সমর্থিত সুদানী সশস্ত্র বাহিনী এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে।